সোমবার (২৭ জুন) মা হওয়ার খবর দিয়েছেন আলিয়া ভাট। তারপর থেকেই অনুরাগীদের অভিনন্দন আর শুভকামনায় ভেসে যাচ্ছেন তিনি। এমন ভালোবাসা পেয়ে তিনিও বেশ আনন্দিত। হঠাৎ কর্পূরের মতো উবে গেল এই বলিউড তারকার সকল আনন্দ। হলেন রেগে আগুন।
আলিয়া তার রাগ ঝেড়েছেন ভারতীয় এক সংবাদ সংস্থার ওপর। সম্প্রতি তিনি ব্যস্ত ‘হার্ট অব স্টোন’ সিনেমার শ্যুটিংয়ে। জুলাই মাসে দেশে ফেরার কথা রয়েছে তার। এ প্রসঙ্গে ওই সংবাদ সংস্থাটি লিখেছে, ‘জুলাই মাসে বিদেশ থেকে শ্যুটিং সেরে ফিরবেন আলিয়া। স্ত্রীকে আনতে ইংল্যান্ড যেতে পারেন রণবীর। দেশে ফিরে বিশ্রাম করবেন এই অভিনেত্রী।’
এতেই মেজাজ সপ্তমে চড়েছে আলিয়ার। তিনি ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, ‘আমরা এখনও পুরুষতান্ত্রিক সমাজে বাস করছি। আমি নারী, কোনো দ্রব্য নই যে, আমাকে কেউ তুলতে বা আনতে আসবে। আমার কোনো বিশ্রামেরও প্রয়োজন নেই। আপনাদের চিকিৎসকদের প্রশংসাপত্র দেখে খুশি হলাম।’
এদিকে আলিয়ার মা হওয়ার সংবাদে খুশির বন্যা বইছে কাপুর ও ভাট পরিবারে। জানা গেছে, তার বাবা মহেশ ভাট ও রণবীরের মা নিতু কাপুর ভীষণ উচ্ছস্বিত অনাগত অতিথির আগমন সংবাদ শুনে। চারদিকে যখন এমন আনন্দ বিরাজ করছিল ঠিক তখনই একটি সংবাদমাধ্যমের দুটি লাইন মেজাজ নষ্ট করে দিল আলিয়ার