এম.এন.আখতার : ১৯৩১-২০১২

কবি আইউব সৈয়দ :: এম.এন আখতার ১৯৩১ খ্রিষ্টাব্দের ১ জুলাই চট্রগ্রামের রাউজান উপজেলার মোহাম্মদপুর গ্রামের তাজ মোহাম্মদ চৌধুরীর বংশে জন্মগ্রহন করেন। তাঁর পুরো নাম মোহাম্মদ নুরুল আখতার। তাঁর বাবা জাহাজের সারেং আলহাজ্ব সৈয়দ আলী এবং মা কুলছুমা খাতুন। প্রথম জীবনে মাদ্রাসায় পড়ালেখা করেন। অতঃপর সাধারণ শাখায় পড়ালেখা তারপর হোমিওপ্যাথিক বিষয়েও লেখাপড়া করেন কিছুকাল। ভারতের চব্বিশ পরগণার বশিরহাট টাউনে সংগীতজ্ঞ অমল মুখার্জীর কাছে সংগীতের হাতেখড়ি তার। ১৯৬০ খ্রিষ্টাব্দে আঞ্জুমান আরা বেগমকে বিয়ে করেন। তাঁদের তিন ছেলে দুই মেয়ের মধ্যে এক মেয়ে এ. জে. মারুফা বেগম আধুনিক গানের শিল্পী হিসেবে বাবার গান পাশাপাশি অন্য গীতিকারের গানও গেয়ে যাচ্ছেন। এম.এন.আখতার পেশাগত জীবনে ১৯৪৯ খ্রিষ্টাব্দ থেকে কাষ্টমস বিভাগে চাকুরি করে ১৯৮৭ খ্রিষ্টাব্দে অবসরে যান। লেখা ও সুর করার পাশাপাশি এম.এন.আখতার নিজেও গান গাইতেন। ১৯৬২ খ্রিষ্টাব্দে চট্রগ্রাম বেতার কেন্দ্রের উদ্বোধনী আধুনিক গানের শিল্পী ছিলেন। সেই থেকে গান শুরু করলেও ১৯৭৩ খ্রিষ্টাব্দে তাঁকে গীকিকার হিসেবে বেতারের তালিকাভুক্ত করা হয়। তিনি প্রায় পাঁচ হাজারেরও অধিক গান লিখেছেন, পাশাপাশি লিখেছেন নাটক ও কবিতা । তাঁর লেখা গানের মধ্য থেকে কয়েক হাজার গান নিয়ে এম.এন.আখতার-এর গান নামে একটি গ্রন্থ প্রকাশিত হয়েছে। শুধু আঞ্চলিক গানের মধ্যেই সীমাবদ্ধ থাকেননি তিনি। একুশের গান, দেশাত্মবোধক গান,পল্লীগীতি, ভাবেরগান, হামদ-নাত, পীর আউলিয়ার গান এবং চট্রগ্রামের হাওলা গানেও তাঁর পদাচারণা ছিল। ষাট  দশক থেকে তিনি আঞ্চলিক ভাষায় আটটি এবং প্রমিতভাষায় চারটি গীতিনাট্য রচনা করেন। পবিত্র কুরআনের সুরা থেকে তথ্য নিয়ে বাংলায় লিখিত করুণার বাণী গ্রন্থটি প্রকাশিত হয় ২০০৪ খ্রিষ্টাব্দে। তাঁর আঞ্চলিক ভাষায় রচিত নাটকগুলো হল ঃ চুরিওয়ালা, সোনার কলসি, নাতিন জামাই,রাঙ্গাবালির চরে,কানের ফুল এবং হাসির নাটকের মধ্যে উল্লেখযোগ্য হল ঃ রসিক দাদুর স্কুলে মানুষ গড়ার কল। কেবল গীতিকার হিসেবে নয় সুরকার ও কন্ঠশিল্পী হিসাবেও খ্যাতি পান এম.এন.আখতার। তাঁর অনেক গান চলচ্চিত্রেও নেওয়া হয়েছে। ৩৭ বছর আগে গ্রামোফোন রেকর্ডে শিল্পী এম.এন.আখতার ও সাবিনা ইয়াসমিন গেয়েছিলেন কইলজার ভিতর গাঁথি রাইখ্যুম তোঁয়ারে এ গানটি। ১৯৭৬ খ্রিষ্টাব্দের ৩০জুন চট্রগ্রাম নন্দনকাননস্থ বাংলাদেশ টেলিভিশনের চট্রগ্রাম কেন্দ্রের রিলে টাওয়ারের উদ্বোধনী অনুষ্ঠানে শিল্পী মোহাম্মদ সেকান্দরের প্রথম আঞ্চলিক গান আঁই অইলাম এক নয়া সাম্পানওয়ালা-এর গীকিকারও এই কালজয়ী এম.এন.আখতার। তাঁর উল্লেখযোগ্য গান হলো ঃ কইলজার ভিতর গাঁথি রাইখ্যুম তোঁয়ারে, মাঝি পাল তুইলা দে, ও ফরানের তালতো ভাই, যদি সুন্দর এক্কান মুখ পাইতাম ইত্যাদি। তিনি সৃষ্টি কর্মকান্ডের জন্য রাউজান ক্লাব (২০০৯), বাংলাদেশ রেলওয়ে নাট্যগোষ্ঠী (২০০৯), চট্রগ্রাম সমিতি (২০১১), সমাজ সমীক্ষা সংঘ (২০১২), রাউজান সমিতি (২০১২), মোহাম্মদপুর উদ্যাপন পরিষদ, রাউজান (১৯১২), বাংলাদেশ বেতার চট্রগ্রাম সুবর্ণজয়ন্তী ২০১৩ সম্মাননা লাভ করেন। বহুমুখী প্রতিভার অধিকারী মঞ্চ বেতার, টিভি, চলচ্চিত্রের ব্যক্তিত্ব এম.এন.আখতার ৮১ বছর বয়সে ২০১২ খ্রিষ্টাব্দের ১৮ এপ্রিল চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন এবং নিজ গ্রামে কবরস্থ হন।

সম্পাদনায় : কবি আইউব সৈয়দ, উপদেষ্টা সম্পাদক, সিটিজি সংবাদ.কম।

আরও পড়ুন