টেকনাফ ২০ হাজার ইয়াবাসহ আটক -২

কক্সবাজারের টেকনাফ থানাধীন হ্নীলা এলাকায় অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবাসহ দুইজন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১৫ এর সদস্যরা। কক্সবাজার র‌্যাব-১৫ অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী শুক্রবার বিকালে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

আটক ব্যক্তিরা হলেন-উখিয়া বালুখালী ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এফসিএন নম্বর-৯৫০১, ব্লক-এল-১৫ এর বাসিন্দা সৈয়দ হোসাইন (২২) ও হৃীলা ইউনিয়নের লেদা রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-এ-১২, ক্যাম্প নং-২৪, এফসিএন নম্বর-২৫৪৮১৩ এর বাসিন্দা দিলদার বেগম (৩২)।

কক্সবাজার র‌্যাব-১৫ অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী জানান, বৃহস্পতিবার র‌্যাব-১৫, কক্সবাজারের সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের আভিযানিক দল সাড়ে ১২টার দিকে টেকনাফ থানাধীন হ্নীলা ইউনিয়নস্থ লেদা জামে মসজিদের সামনে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের নিকট অভিযান পরিচালনা করে।

উক্ত অভিযানে একজন নারীসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করে।

উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি করে ১ নম্বর আটক ব্যক্তির কাছ থেকে ১৮ হাজার পিস ইয়াবা এবং ২ নম্বর আটক নারীর কাছ থেকে ২ হাজার পিস ইয়াবাসহ সর্বমোট ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে একটি নিয়মিত মামলা রুজু করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

আরও পড়ুন