টেকনাফে ৬৭ হাজার ইয়াবাসহ মা-ছেলে গ্রেপ্তার
র্যাব-১৫ এর সদস্যরা টেকনাফের সাবরাং এলাকায় অভিযান চালিয়ে ৬৭ হাজার ইয়াবাসহ মা-ছেলেকে গ্রেফতার করেছে। এ ঘটনায় আরও একজনকে পলাতক আসামী করা হয়েছে।
র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী জানান, ১৩ জানুয়ারী ভোর ৬টার দিকে সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সাবরাং উত্তর নয়াপাড়া জনৈক আবুল কালামের বসত বাড়ির নিকট অভিযান পরিচালনা করে। এসময় ৬০ হাজার ইয়াবাসহ আবুল কালামের স্ত্রী মাহমুদা খাতুন (৩৫) এবং পুত্র মো. আরাফাতকে (১৯) ৭ হাজার ইয়াবাসহ গ্রেফতার করে। অভিযান চলাকালে আরও একজন মাদক কারবারী পালিয়ে যেতে সক্ষম হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ ধৃত মাদক কারবারীদ্বয় এবং পলাতক আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লিখিত এজাহার দাখিলের পর টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।