প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে কুতুবদিয়া আওয়ামী লীগের প্রস্তুতি সভা
আগামী ৭ ডিসেম্বর কক্সবাজারে বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রীর জনসভা সফল করার লক্ষ্যে কুতুবদিয়া উপজেলা আ.লীগের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা আ’লীগের কার্যালয়ে উপজেলা আ.লীগের সভাপতি মোঃ আওরঙ্গজেব মাতবরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাজী মোঃ তাহের’র সঞ্চালনায় উক্ত প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি মাহাবুব আলম মাতবর, সাবেক সহ-সভাপতি মৌলভী তাহের, সহ-সভাপতি আসাদৌল্লাহ চৌধুরী, আরিফ মোশাররফ, বড়ঘোপ ইউনিয়ন আ.লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আবুল কালাম, কৈয়ারবিল ইউনিয়ন আ.লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আজমগীর মাতবর, বড়ঘোপ ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান টিটু, আলী আকবর ডেইল ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক কাইমুল হুদা বাদশা, উত্তর ধূরুং ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক শওকতুল ইসলাম প্রমূখ।
উক্ত প্রস্তুতি সভায় উপজেলা, ইউনিয়ন আ.লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা আগামী ৭ ডিসেম্বর প্রধানমন্ত্রীর জনসভা জনসমুদ্রে পরিণত করার জন্য কুতুবদিয়া উপজেলা আ.লীগের নেতাকর্মীদের ঐক্য বদ্ধ ভাবে কাজ করার আহ্বান জানান।