মহেশখালীতে এক বসতবাড়িতে আগুনে পুড়ে শিশুর মৃত্যু
মহেশখালী উপজেলার ছোট মহেশখালীতে বসতবাড়ীতে আগুনে পুড়ে এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (১৪ নভেম্বর) দুপুরে দিকে উপজেলার ছোট মহেশখালীর মুহাম্মদপুর (তেলি পাড়া) এলাকায় এই অগ্মিকান্ডের ঘটনা ঘটে। এতে স্থানীয় ব্যবসায়ী হোসেনের ৪ বছর বয়সী সন্তান আহনাফ হোসাইন সাবিত নামের এক শিশুর মৃত্যু হয়। পুড়ে যায় ঘরের বিভিন্ন মালামাল।
নিহত শিশুর বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় চেয়ারম্যান রিয়ান সিকদার। পরে উপজেলার ফায়ার সার্ভিসের কর্মকর্তা পুলক কান্তির নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। পরিবারের সূত্র জানায়, ঘরের রুমের দরজা বন্ধ থাকায় উদ্ধারের চেষ্টা করার পর তাকে বাঁচানো গেল না।