পচনশীল পণ্য ধ্বংস কার্যক্রম শুরু করেছে চট্টগ্রাম কাস্টমস

চট্টগ্রাম বন্দর দিয়ে বিভিন্ন সময়ে আমদানি হওয়া পচনশীল পণ্য ধ্বংস কার্যক্রম শুরু করেছে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ। সোমবার (১৪ নভেম্বর) শুরু হওয়া এ ধ্বংস কার্যক্রমের আওতায় ৭৩ কন্টেইনার পচনশীল পণ্য ধ্বংস করা হবে। এর মধ্যে চট্টগ্রাম বন্দরের অভ্যন্তরে ১২টি এবং বিভিন্ন অফডকে থাকা ৬১টি কনটেইনারের পণ্য ধ্বংস করা হবে।

চট্টগ্রাম কাস্টমস সূত্র জানিয়েছে, দৈনিক ২৫ থেকে ৩০ কন্টেইনার পণ্য ধ্বংস করা হবে। পর্যায়ক্রমে ৭৩টি কন্টেইনার পণ্য পরিবেশসম্মত উপায়ে ধ্বংস করা হবে। এসব পণ্যচালান ধ্বংসের জন্য জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, চট্টগ্রাম বন্দর, পরিবেশ অধিদপ্তর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের একজন করে প্রতিনিধিকে নিয়ে ৯সদস্যের কমিটি করা হয়েছে। নগরীর হালিশহরের আনন্দবাজারে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ডাম্পিং স্টেশনের পাশের একটি খালি জায়গাকে এসব পণ্য ধ্বংসের স্থান হিসেবে অনুমোদন দিয়েছে পরিবেশ অধিদপ্তর।

চট্টগ্রাম কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার প্রিভেন্টিভ মো. মাহফুজ আলম বলেন, এবার ৭৩টি কন্টেইনার ধ্বংসের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর মধ্যে ১২টি কন্টেইনার রয়েছে বন্দরে, ৬১টি কন্টেইনার রয়েছে অফডকে। গর্ত খুঁড়ে পচে যাওয়া পণ্য ফেলার সঙ্গে সঙ্গে মাটিচাপা দেয়া হবে। এ কারণে কোনও দুর্গন্ধ ছড়াবে না।

আরও পড়ুন