কক্সবাজারের উখিয়ার রেজু খালের মোহনা থেকে ভেসে আসা যুবতীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবতীর নাম আয়েশা বেগম (২২), জালিয়াপালং ইউনিয়নের ঝাউবাগান এলাকার জসিম উদ্দিনের স্ত্রী।
সোমবার (১৫ আগস্ট) সকাল ১১ টার দিকে উপজেলার জালিয়াপালং ইউনিয়নের সোনারপাড়া এলাকার রেজু খাল মোহনায় একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।
পরে, ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওলিউর রহমান বলেন, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সেলোয়ার-কামিজ পরিহিত আনুমানিক ২২ বছর বয়সী যুবতীর লাশ উদ্ধার করে।
মরদেহ সুরতহাল ও ময়নাতদন্ত শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
খবর পেয়ে ঘটনাস্থলে আসা নিহত যুবতীর মামা পরিচয় নিশ্চিত করে তিনি বলেন, রবিবার বিকালে শশুরবাড়ি থেকে বের হয়ে যায় বলে ফোনে আমাকে জানায় তার শশুর ফজল। সকালে খবর পেয়ে এখানে আসি। কিভাবে কি হলো? বুঝতে পারছি না।
আত্নহত্যা নাকি খুন? যুবতীর মৃত্যু রহস্য উদঘাটনে কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ।