“আগুনে কেবল ঘর নয়, পুড়েছে শিশু শিক্ষার্থীর স্বপ্নও“ এই শিরোনামে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সেই শিক্ষার্থীর পাশে দাঁড়িছে কুতুবদিয়া উপজেলা আ’লীগের সভাপতি। শুক্রবার বিকালে বড়ঘোপ বাজার ব্যবস্থাপনা কমিটির কার্যালয়ে পড়ালেখার শিক্ষা উপকরণ শিক্ষার্থী মোঃ ওজায়ের হাতে তোলে দেন উপজেলা আ’লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবর।
শিক্ষা উপকরণ হাতে পেয়ে শিক্ষার্থী মোঃ ওজায়ের মুচকি হেসে বলেন, “আমি আবারও স্কুলে যাব, আমি খুব খুশি“।
উপজেলা আ’লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবর বলেন, গণমাধ্যম সংবাদটি পাওয়ার পর সেই শিক্ষার্থীর পরিবারের সাথে যোগাযোগ করে, “তাঁর লেখাপড়ার যাবতীয় শিক্ষা উপকরণ হাতে দিয়েছি, ভবিষ্যতেও এই শিক্ষার্থীর পাশে থাকবো ইনশাল্লাহ।“
এদিকে শিক্ষার্থী মোঃ ওজায়েরর পাশে দাঁড়িয়েছেন পরিবার কল্যাণ সহকারী শিরিন আকতার, ডা. আতাউর রহমান খান, মোঃ ইমতিয়াজ উদ্দিন জিল্লুসহ আরও অনেকে।
গত বুধবার সকালে কৈয়ারবিল ইউনিয়নে মিয়াজীর পাড়া জামাল হোছাইন মিন্টু ও কামাল হোছাইনের পুড়ে গেছে। এতে সব কিছু হারিয়ে নিঃশ্ব হয় জামাল উদ্দিন। তার ছোট ছেলে মোঃ ওজায়ের বই পুড়ে যাওয়া কান্না কাটি করতে দেখা যায় তাকে। তা নিয়ে সচিত্র প্রতিবেদন প্রকাশ করে আজকের পত্রিকা, সিটিজি সংবাদ ডট কম সহ বেশ কয়েকটি গণমাধ্যম।
আগুনে কেবল ঘর নয়, পুড়েছে শিশু শিক্ষার্থীর স্বপ্নও – CTG SANGBAD24