পেকুয়ার উজানটিয়ায় বেড়িবাঁধের স্লুইচ গেট চরম ঝুঁকিতে, উৎকন্ঠায় এলাকাবাসী

কক্সবাজারের পেকুয়ার উজানটিয়া ইউনিয়নের মধ্যম উজানটিয়া সৈকত বাজারের পশ্চিম পাশে পানি উন্নয়ন বোর্ড ( পাউবো)’র বেড়িবাঁধের ৬৪/২ বি পোল্ডারের ৫২ নাম্বার স্লুইস গেট চরম ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। যেকোন মুহূর্তে পূর্ণিমার জোয়ারের পানির ধাক্কায় ভেঙে গিয়ে বিলিন হয়ে যাওয়ার আশংকা করছে এলাকাবাসী। রাতদিন পাহারা বসিয়েছে এলাকার বাসিন্দা। এ এলাকার মানুষ চরম উৎকন্ঠায় দিন যাপন করে যাচ্ছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, এ স্লুইস গেটটি চরম ঝুঁকিপূর্ণ। বড় বড় ফাটল ধরেছে। যেকোন মুহূর্তে জোয়ারের পানিতে ভেঙ্গে গিয়ে উজানটিয়া ও মগনামা প্লাবিত হওয়ার আশংকা দেখা দিয়েছে। এটি রক্ষা করার জন্য এলাকাবাসীর পক্ষ থেকে নানা চেষ্টা করা হচ্ছে। একদিকে বৃষ্টি শুরু হয়েছে আর অন্যদিকে মাতামুহুরি নদীতে জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় এবং জোয়ারের পানিতে ধাক্কা লেগে এ বাঁধ ভেঙ্গে যাচ্ছে। এটি রক্ষা করতে হিমশিম খাচ্ছেন উপজেলা প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিসহ এলাকাবাসী।

এলাকাবাসীরা জানিয়েছেন, এটি সংস্কার করা হয়েছিল ৫০/৬০ বছর আগে। এ থেকে এটি আর কোন ধরণের মেরামত করা হয়নি। প্রতি বর্ষাকালে আমরা চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাস করি উৎন্ঠার মধ্যে দিয়ে। কখন ভেঙে গিয়ে বিলীন হয়ে যায় আমাদের ঘরবাড়ি, গৃহপালিত পশু পাখি, লবণ, চিংড়ি ঘের। দ্রুত সংস্কার করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের কাছে জোর দাবী জানাচ্ছি। দ্রুত সংস্কার করা না হলে যেকোন মুহূর্তে বেড়িবাধ ভেঙ্গে গিয়ে পেকুয়ার উজানটিয়া মগনামা ইউনিয়নের লক্ষাধিক মানুষ পানিবন্দী হবে।

এ বিষয়ে জানতে চাইলে উজানটিয়া ইউনিয়নের চেয়ারম্যান তোফাজ্জল করিম বলেন, আমি পাউবোর উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছি। তারা বলেছেন অতিদ্রুত সময়ের মধ্যে কাজ শুরু করবেন। আমি আমার নিজস্ব অর্থায়নের মাধ্যম কাজ শুরু করছি। দুই এক দিন বৃষ্টি না হলে ইনশাআল্লাহ বেড়িবাঁধ সংস্কার কাজ শেষ হবে।

এ বিষয়ে পাউবোর বান্দরবানের নির্বাহী প্রকৌশলী অরূপ চক্রবর্তী জানান, বিষয়টি জরুরি বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় বরাদ্দ চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করেছি। ওই জায়গাটি জরিপ করার জন্য পাউবোর লোক পাঠিয়েছি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা পূর্বিতা চাকমা জানান, আমি অতিদ্রুত সংস্কারের জন্য সংশ্লিষ্ট দপ্তরকে অবগত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছি।

এ বিষয়ে চকরিয়া -পেকুয়া আসনের সাংসদ জাফর আলম বলেন, পাউবোর জন্য অপেক্ষা না করে এলাকাবাসীকে জোয়ারের পানির প্লাবণ থেকে রক্ষা করতে চেয়ারম্যানকে কাজ করার জন্য নিদের্শ দিয়েছি এবং পাউবোর উধর্বতন কর্তৃপক্ষ আমাকে জানিয়েছে তারা অতিদ্রুত কাজ শুরু করবে।

আরও পড়ুন