বাংলাদেশ আওয়ামী যুবলীগ কুতুবদিয়া উপজেলা শাখার পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২এপ্রিল) বিকালে কুতুবদিয়া উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে উপজেলা যুবলীগের সভাপতি আবু জাফর সিদ্দিকীর সভাপতিত্বে ইফতার বিতরণ ও দোয়া মাহফিলে ভার্চুয়ালী যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুতুবদিয়া-মহেশখালী আসনের সংসদ সদস্য আলহাজ্ব আশেক উল্লাহ রফিক।
কুতুবদিয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ খোরশেদ আলমের সঞ্চালনায় উক্ত ইফতার বিতরণ ও দোয়া মাহফিলে কুতুবদিয়া উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন ইকু,উপজেলা যুবলীগের সহ-সভাপতি মোঃ আরিফুল ইসলাম, আলী আকবর ডেইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাইমুল হুদা বাদশা,উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ জুনাইদুল হক বক্তব্য রাখেন।
ইফতার মাহফিলে উপজেলা ও ইউনিয়ন যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে কুতুবদিয়া উপজেলা যুবলীগের পক্ষ থেকে দুই শতাধিক এতিমখানার ছাত্র ও অসহায়দের মাঝে ইফতার বিতরণ করা হয়।