জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন কুতুবদিয়ার উদ্যোগে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার(১৭ মার্চ) সকালে উপজেলা মডেল রিসোর্স সেন্টারে মডেল কেয়ারটেকার শামশুল আলমের সভাপতিত্বে পুরষ্কার বিতরণী ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম।
ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক হাফেজ মাওলানা মামুনুর রশিদের সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় ইসলামিক ফাউন্ডেশনের লাইব্রেরিয়ান মাওলানা মোঃ জাফর, ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক হাবিবুর রহমানসহ অন্যান্য শিক্ষকবৃন্দ বক্তব্য রাখেন।
আলোচনা সভা শেষে কেরাত ও গজল প্রতিযোগিতায় প্রথম,দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়।
এসময় ইসলামিক ফাউন্ডেশন কুতুবদিয়ার শিক্ষক, ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।