কক্সবাজারের কুতুবদিয়া ও ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে দুজনকে বদলি করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) রাতে পুলিশ সদর দপ্তরের এক অফিস আদেশের মাধ্যমে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশ সূত্রে জানা যায়, কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমাকে ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে বদলী করা হয়। অন্যদিকে ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ গোলাম কবিরকে কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে বদলী করা হয়েছে।
কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চলতি বছরের ২১ সেপ্টেম্বর কুতুবদিয়া থানায় যোগদান করেন। যোগদানের তিন মাসের মাথায় তাকে বদলি করা হয়।
আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার লক্ষ্যে নির্বাচন কমিশনের নির্দেশে সারাদেশের ৩৩৮ থানার ওসিকে একযোগে রদবদল করা হয়।