কুতুবদিয়ায় দুই সপ্তাহ ধরে নিখোঁজ মাদরাসা ছাত্র হালিম
কুতুবদিয়ায় দুই সপ্তাহ ধরে মাদরাসা ছাত্র মোঃ আবদুল হালিম (১২) নামে এক মাদ্রাসা ছাত্র নিখোঁজ রয়েছে। গত ২ আগষ্ট সকালে মাদ্রাসার উদ্দেশ্যে নিজ বাড়ি থেকে বের হওয়ার পর থেকে সে নিখোঁজ রয়েছে।
নিখোঁজ মোঃ আবদুল হালিম কুতুবদিয়া উপজেলার লেমশীখালী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের হাজারিয়া পাড়ার মোঃসেলিমের ছেলে।
সে উপজেলার লেমশীখালী রহমানিয়া আনোয়ারুল উলুম মাদরাসার ছাত্র। এ বিষয়ে গত ১৩ আগষ্ট কুতুবদিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন মোঃ আবদুল হালিমের পিতা মোঃ সেলিম। সাধারণ ডায়েরি নাম্বার-৫২৩
পারিবারিক সুত্রে জানা যায়, গত ২ আগস্ট সকাল ১০ টার দিকে মাদ্রাসার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় হালিম। বিকেলে মাদ্রাসা থেকে হালিমের পিতা মো: সেলিমকে জানানো হয় আবদুল হালিম মাদ্রাসায় আসেনি। এমন খবরে ভেঙ্গে পড়েন হালিমের পরিবার। দুই সপ্তাহ ধরে বিভিন্ন স্থানে খোঁজাখুজির পর না পেয়ে কুতুবদিয়া থানায় সাধারন ডায়েরি করেন।
কেউ আবদুল হালিমের খোঁজ পেলে ০১৮৫৮১৮২৩৩৫,০১৬০৮০১২৬০৭ এই নাম্বারে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন মোঃ আবদুল হালিমের পিতা মোঃ সেলিম।