মৌলভীবাজার সদর উপজেলায় দোকানের সামনে কার্টনের ভেতর থেকে হাত-পা বাঁধা অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ পাওয়া গেছে।
মঙ্গলবার (৫ জুলাই) ভোরে উপজেলার খলিলপুর ইউনিয়নের খঞ্জনপুর গ্রামের ইমাদ ভেরাইটিজ স্টোরের সামনে থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
দোকান মালিক রাসেল আহমদ বলেন, ‘রাতে আমার ভাই জাহাঙ্গীর দোকানের ভেতরে ঘুমেছিল। দুর্গন্ধ পেয়ে সে আমাকে ফোন করে। তাৎক্ষণিক আমি কয়েকজন লোক সঙ্গে নিয়ে দোকানে গিয়ে দেখতে পাই একটি কার্টুনে হাত-পা বাঁধা অবস্থায় এক ব্যক্তির মরদেহ পড়ে আছে। তাৎক্ষণিক ঘটনাটি ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যকে জানাই। খবর পেয়ে ভোরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে থানা নিয়ে যায়।
খলিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু মিয়া চৌধুরী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে হাত-পা বাঁধা এবং পলিথিন দিয়ে মুখ বাঁধা অবস্থায় কার্টনের ভেতর মরদেহ দেখতে পাই। মরদেহের সঙ্গে দুই লিটারের একটি পেট্রলের বোতল পাওয়া যায়। কার্টুনের ভেতরে একটি শার্ট ও টি শার্টও ছিল। মৃত ব্যক্তির কোমরে টাকার খালি ব্যাগ ছিল। কেউই তাকে সনাক্ত করতে পারেননি। তবে ধারণা করা হচ্ছে শ্বাসরোধে তাকে হত্যা করা হয়েছে।
এ বিষয়ে মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া বলেন, মরদেহের পরিচয় ও ঘটনার রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।