বোয়ালখালীতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে ১০ফার্মেসিকে জরিমানা
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রি এবং ড্রাগ লাইসেন্স না থাকায় ড্রাগ অ্যাক্ট ১৯৪০” অনুযায়ী
১০ ফার্মেসিকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে মোবাইল কোর্ট ।
রোববার (১৫ জানুয়ারি) দুপুরে মোবাইল কোর্ট পরিচালনা করেন বোয়ালখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন।মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ সাখাওয়াত হোসেন রাজু আকন্দ এবং বোয়ালখালী থানা পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করে।
যেসব ফার্মেসিতে জরিমানা করা হয়েছে সেগুলোর মধ্যে বোয়ালখালী উপজেলার নিলু ফার্মেসিকে ১০ হাজার টাকা, আনোয়ার ফার্মেসিকে ৫ হাজার, মনোরমা ফার্মেসিকে ১৫ হাজার, সিকদার ফার্মেসিকে ১৫ হাজার, জনসেবা ফার্মেসিকে ১০ হাজার, আল ইমাম মেডিকোকে ৫ হাজার, হক ফার্মেসিকে ৫ হাজার, ইকবাল ফার্মেসিকে ৫ হাজার, গ্রামীণ মেডিসিন কর্ণারকে ৫ হাজার এবং চৌধুরী ফার্মেসিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বোয়ালখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন বলেন, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি এবং ড্রাগ লাইসেন্স না থাকায় অর্থদণ্ড করা হয়েছে এবং সতর্ক করে দেয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।