মিরসরাইয়ে র‌্যাবের ওপর হামলার মূলহোতা গ্রেফতার

মাদক ব্যবসায়ীরদের তথ্য সংগ্রহ করতে গিয়ে মিরসরাইয়ের জোরারগঞ্জে থানার বারইয়ারহাট পৌরসভায় র‌্যাবের উপর হামলার মূলহোতা শাকিলকে গ্রেফতার করেছে র‌্যাব-৭। র‌্যাবের উপর হামলা চালিয়ে নিজেকে রক্ষা করতে ভারতে পালিয়ে ছিলো শাাকিল। মঙ্গলবার (২৬ জুলাই) রাতে কর্ণফুলী সেতুর টোল প্লাজা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। র‌্যাবের সিনিয়র সহকারী পরিচালক নুরুল আবছার (মিডিয়া) বিষয়টি নিশ্চিত করেছেন।

নুরুল আবছার বলেন, গত ২৫ মে রাতে র‌্যাবের একটি দল মাদক ব্যবসায়ীদের গ্রেফতার ও তথ্য সংগ্রহ করতে জোরারগঞ্জ থানাধীন ধুমঘাট এলাকায় গেলে শাকিল তার দলবল নিয়ে র‌্যাবের গাড়ীর গতিরোধ করার চেষ্টা করে, সেখানে তারা ব্যর্থ হলে পরবর্তীতে বারইয়ারহাট পৌরসভার ফুটওভার ব্রীজের নিচে ২ টি কার্ভাডভ্যান রেখে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ করে ডাকাত ডাকাত বলে চিৎকার করে গুজব ছড়ায় এবং স্থানীয়দের নিয়ে র‌্যাবের উপর হামলা চালায়। তারা র‌্যাবের একটি প্রাইভেটকার ভাংচুর এবং ২ জন র‌্যাব সদস্য ও ১ জন সোর্সকে গুরুতর আহত করে। ওই ঘটনায় র‌্যাব মিরসরাই ও ছাগলনাইয়া এলাকায় অভিযার চালিয়ে ১৩ জনকে মাদক ও অস্ত্রসহ গ্রেফতার করে।

তিনি আরো বলেন, এই ঘটনার মূল পরিকল্পনা ছিল শাকিলের। তার মদদে এই ঘটনা ঘটে। হামলার পর গ্রেফতার এড়াতে সে ভারতে পালিয়ে যায়। দুই মাস পালিয়ে থাকার পর সে দেশে আসলে গোয়েন্দা তথ্যে আমরা খবর পেয়ে তাকে গ্রেফতার করি। তার বিরুদ্ধে জোরারগঞ্জ থানায় এবং ফেনীর ছাগলনাইয়া থানায় মাদক, অস্ত্র, ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন অপকর্মের ৬ টি মামলা রয়েছে।

আরও পড়ুন