আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সম্মেলন শেষ মুহুর্তে এসে স্থগিত হয়ে গেল। আগামী ২৯ জুলাই এ সম্মেলন হওয়ার কথা ছিলো। শুক্রবার স্থগিতের বিষয়টি নিশ্চিত করে দক্ষিণ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেন, ব্যাপক প্রস্ততির পাশাপাশি কেন্দ্রীয় নেতাদের অতিথি করার জন্য সম্মেলন পিছনে নেওয়া হয়েছে।
এদিকে শেষ মুহুর্তে সম্মেলন স্থগিত হওয়ায় নেতাকর্মীদের মাঝে হতাশ বিরাজ করছেন।
আওয়ামী লীগের দলীয় সূত্র জানা যায়, গত জুন মাসে আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সম্মেলন ২৯ জুলাই অনুষ্ঠানের ঘোষণা দেওয়া হয় । সে হিসেবে সম্মেলন প্রস্ততি কমিটি করে ধারাবাহিকভাবে শুরু করা হয় বিভিন্ন কর্মসূচির। গঠন করা হয় বিভিন্ন উপকমিটিও। ইউনিয়নে ইউনিয়নে বর্ধিত সভা ও প্রস্ততিমূলক সভাও চলছে। কিন্তু শেষ মুহুর্তে এসে সম্মেলন স্থগিত হয়ে গেলে হতাশ হয়ে পড়েন নেতাকর্মীরা।
আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদের আগ্রহী নেতারা বলেন, আমাদের অভিভাবক ভূমিমন্ত্রীর নির্দেশে আমরা সম্মেলনকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নিয়েছিলাম। কিন্ত শেষ মুহুর্তে সম্মেলন স্থগিত হওয়ায় নেতাকর্মীরা হতাশ হয়েছেন।
সম্মেলন স্থগিতের বিষয়ে জানতে চাইলে দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেন, কেন্দ্রীয় নেতাদের সম্মেলনে অতিথি করার জন্য সম্মেলন পিছনে নেওয়া হয়েছে। কেন্দ্র ও স্থানীয় নেতাদের সাথে কথা বলে আগামী সেপ্টেম্বরে সম্মেলন হতেপারে।