বাঁশখালীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
চট্টগ্রামের বাঁশখালীতে পুকুরে ডুবে মুহাম্মদ সাইদ (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২১ জুলাই) বিকেল ২টার সময় উপজেলার গন্ডামারা ইউনিয়নের পূর্ব বড়ঘোনা ৮ নম্বর ওয়ার্ড এলাকায় ঘটনাটি ঘটেছে।
এ ঘটনায় মারা যাওয়া শিশু সাইদ উপজেলার বাঁশখালী পৌরসভার উত্তর জলদী খলিল শাহ্ পাড়ার ১ নম্বর ওয়ার্ড এলাকার মুহাম্মদ সেলিম উদ্দিনের ছেলে।
মারা যাওয়া শিশুর পারিবারিক সূত্রে জানা যায়, শিশু মু. আবু সাইদ মায়ের সাথে নানার বাড়ি বড়ঘেনায় বেড়াতে আসে। আজ বিকেলে নানার বাড়ির পুকুরে মামাদের সাথে গোসল করতে গিয়ে অগৌচরে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে শিলকূপ টাইমবাজারস্থ বাঁশখালী স্কয়ার হাসপাতালে নিয়ে আসে। পরে সেখান থেকে উপজেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয় শিশুটিকে।
বাঁশখালী উপজেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার শর্মিলা পুকুরে ডুবে যাওয়া শিশু সাইদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।