চট্টগ্রামের সীতাকুন্ডে নগদ টাকাসহ আট জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার রাত ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সীতাকুণ্ড উপজেলার ১০ নং সলিমপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডস্থল ফকির হাট পশ্চিম পাড়া বাবুলের চায়ের দোকানের পিছনে ইটের টিনশেড রুমের ভিতর ১০/১১ জন মিলে জুয়া খেলার সময় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
এসময় তাদের কাছ থেকে ৬ হাজার ৫শত টাকাসহ সোহেল(২৫), আলা উদ্দিন ( ৩৭), মোঃ মোস্তফা জামাল (৩০), মামুনুর রশিদ (২৩), মোঃ তারেক (২৭), মঞ্জুর (৩৫), আসাদুজ্জামান আকাশ( ৫৫), মঞ্জুর আলম(৩৫) পুলিশের হাতে গ্রেপ্তার হলেও বাকীরা পালিয়ে যেতে সক্ষম হন।
চট্টগ্রামের সীতাকুণ্ডে থানার ওসি তদন্ত সুমন বনিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৬ হাজার ৫শত টাকা ও জুয়ার সরঞ্জামসহ ৮ জুয়াড়িকে অটক করলেও অন্য জুয়াড়িরা পালিয়ে যায়। আটককৃত জুয়াড়িদের বিরুদ্ধে সীতাকুণ্ড মডেল থানায় একটি মামলা হয়েছে।