আনোয়ারায় জব্দকৃত ৪৩মণ ইলিশ নিলামে বিক্রি
আনোয়ারায় বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে ৪৩মণ ইলিশ জব্দ করে ৫ লাখ ৭৫ হাজার টাকায় নিলামে বিক্রি করেছে মৎস্য অফিস। রবিবার রাতে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রাশিদুল হক ও উপজেলা মেরিন ফিসারিজ কর্মকর্তা মো. হুজ্জাতুল ইসলাম নেতৃত্বে উপজেলার রায়পুর ইউনিয়নের গহিরা উঠান মাঝির ঘাটে এ অভিযান চালানো হয়।
এ সময় শহিদুল ইসলাম ও মো. ইসমাঈলের মৎস্য আড়তে বিক্রি করার জন্য রাখা ৪৩ মণ ইলিশ জব্দ করা হয়।
পরে জব্দকৃত মাছ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মুমিনের উপস্থিতিতে ৫ লাখ ৭৫ হাজার টাকায় নিলামে বিক্রি করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রাশিদুল হক বলেন, ৬৫ দিন সব ধরনের নৌযানের মাধ্যমে সাগরে মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। আইন অমান্য করে মাছ শিকার করায় ভ্রাম্যমাণ আদালতে অভিযান চালিয়ে ৪৩ মণ মাছ জব্দ করা হয়েছে। পরে ওই মাছ নিলামে বিক্রিকরা হয়।