বাঁশখালীতে ৮ লক্ষ টাকার বেহুন্দি জাল জব্দ

অভিযান পরিচালনা করে নিষিদ্ধ সময়ে সাগরে জাল পাতানোর অপরাধে চট্টগ্রামের বাঁশখালীতে ৮ লক্ষ টাকার ১০টি অবৈধ বড় বেহুন্দি জাল জব্দ করেছে বাঁশখালী উপজেলা মৎস্য বিভাগ। একইসঙ্গে জব্দকৃত বেহুন্দি জাল পুড়ে ফেলা হয়েছে।

সোমবার (১৮ জুলাই) উপজেলার ছনুয়া খাটখালী ও ছনুয়া ফাঁড়িরমুখ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা উম্মুল ফারা বেগম তাছকিরা।

এ সময় বাংলাদেশ নৌবাহিনীর বাণৌজা পদ্মা কতৃক আটককৃত ৮ লক্ষ টাকার ১০ টি বড় বেহুন্দী জাল জব্দ করে হস্তান্তর করে সুফো বাঁশখালী কে। জব্দকৃত জালগুলো অগ্নিসংযোগ করা হয় সকলের উপস্থিতি তে।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা সম্রাট, মেরিন এ্যাসিস্ট্যান্ট মু. আলমগীর, জাকারিয়া, নাজিম প্রমূখ।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা উম্মুল ফারা বেগম তাছকিরা বলেন, ‘নিষিদ্ধ সময়ে সাগরে মাছ আহরণকারীদের বিরুদ্ধে আমরা সবসময় তৎপর। নিয়মিত অভিযানের ধারাবাহিকতায় আজ সাগর থেকে ৮ লক্ষ টাকার ১০ টি বড় বেহুন্দি নিষিদ্ধ জাল জব্দ করা হয়েছে। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সামনে সেসব জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।’

আরও পড়ুন