আমার বাবা চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য মরহুম ওবায়দুল হক খন্দকার আমৃত্যু মিরসরাইবাসীর সেবা করে গেছেন। আমি আমার বাবার মতো মিরসরাইবাসীর আমৃত্যু সেবা করে যেতে চাই। আমার বাবা জীবদ্দশায় মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলনসহ রাজনৈতিক সকল আন্দোলন সংগ্রামে অগ্রভাগে থাকতেন। আজৌ মিরসরাইয়ের জাতীয়তাবাদী রাজনীতির অনুসারীদের মুখে মুখে আমার বাবার সুনাম বিদ্যমান। এমনই মন্তব্য করেছেন চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে বিএনপি মনোনীত ২ বারের সংসদ সদস্য মরহুম ওবায়দুল হক খন্দকারের মেজ ছেলে এমদাদ খন্দকার।
এমদাদ খন্দকার আরো বলেন, আমার পিতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্য মরহুম ওবায়দুল হক খন্দকারের জীবদ্দশায় ইচ্ছে ছিল আমি যেন রাজনীতিতে জড়িত হই। পড়াশোনা ও চাকুরী জীবনের জন্য তখন অঙ্গাঅঙ্গীভাবে রাজনীতিতে জড়িত না থাকলেও হৃদয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শ ধারণ করে স্থানীয় ও জাতীয় পর্যায়ের নেতাকর্মীদের সাথে যোগাযোগ রক্ষা করে চলেছি। দল যদি মনে করেন আমি যোগ্য প্রার্থী তাহলে আমি চট্টগ্রাম-১ (মিরসরাই) আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে সংসদ সদস্য হিসেবে লড়বো।
উল্লেখ্য, ওবায়দুল হক খন্দকার একজন মুক্তিযোদ্ধা ছিলেন। তিনি ১৯৭৯ সালের দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে চট্টগ্রাম-১ (মিরসরাই) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ১৯৯৬ সালের ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে চট্টগ্রাম-১ (মিরসরাই) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।