লোহাগাড়ার চুনতির তিন লেখকের গ্রন্থ নিয়ে আলোচনা অনুষ্ঠান

দক্ষিণ চট্টগ্রামের অগ্রসর জনপদ লোহাগাড়ার চুনতিতে প্রতিষ্ঠিত তথ্য প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণালয় চুনতি লাইটহাউসের উদ্যোগে অনুষ্ঠিত হলো চুনতির প্রতিষ্ঠিত তিন লেখকের প্রকাশিত গ্রন্থ নিয়ে আলোচনা অনুষ্ঠান।

সোমবার (১১ জুলাই) লোহাগাড়ার চুনতিতে লাইটহাউস নামক প্রতিষ্ঠানে এ ঈদ আয়োজন সম্পন্ন হয়।

অধ্যাপক সাদাত জামান মারুফের সঞ্চালনায় এতে আমন্ত্রিত লেখক হিসেবে উপস্থিত ছিলেন “আত্মকথন” গ্রন্থের রচয়িতা আমিন আহমদ খান, ” সুরের দর্পন ” ভুবনের রচয়িতা ও গীতিকার দ্বীন মুহাম্মদ মানিক এবং ” চট্টগ্রামের শিকার কাহিনী” গ্ৰন্থের গল্পকার প্রয়াত এরশাদুল্লাহ খান এর পক্ষে পুত্র রাসেল ।

স্বাগত বক্তব্য রাখেন লাইট হাউস এর যৌথ উদ্যোক্তা সুরাইয়া জান্নাত লাভলী এফসিএ।

এসময় গ্ৰন্থকাররা নিজ নিজ অভিজ্ঞতা, অনুভূতি উপস্থিত দর্শক শ্রোতাদের মাঝে উপস্থাপন করেন।

উক্ত আয়োজনে আলোচনায় অংশ নেন যাহেদুর রহমান, কাজী আরিফুল ইসলাম, ডাঃ মাহমুদুর রহমান, মাসুদ খান এফসিএ এফসিএমএ, এডিএম আবদুল বাসেত দুলাল, আসাদ খান ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আনোয়ার কামাল, আখতার কামাল, প্রকৌশলী মিনহাজুল আরেফিন সিদ্দীকী, এডভোকেট মিনহাজুল আবরার, কফিল উদ্দিন লিটু, হাফিজুল ইসলাম আবুল কালাম আজাদ, সাজেদা সুরাত, ওয়াহিদ আজাদ, মাহমুদ জামান খান, আবদুল মালেক ইবনে দিনার নাজাত প্রমুখ।

পুরো আয়োজনের সমন্বয়ক ছিলেন রবিউল হাসান আশিক ও সাহেল কিবরিয়া।

আরও পড়ুন