চট্টগ্রামের চন্দনাইশে ভি.পি ভুক্ত সম্পত্তি ইজারা নিয়ে সন সন ইজারা ফি পরিশোধ না করায় উপজেলার জোয়ারা ও বরকল ইউনিয়নে ২ একর ৭১ শতক ভিপিভুক্ত সম্পত্তি সরকারের দখলে নিয়ে সাইনবোর্ড দিয়েছেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমা।
সোমবার জোয়ারা ইউনিয়নের মোহাম্মদপুর মৌজায় মৃত রুহিনী রঞ্জন দাশের ছেলে বিমল দাশের কাছ থেকে ১ একর ৪২ শতক নাল ও পুকুর এবং বরকল ইউনিয়নের পাঠানদন্ডী মৌজায় মৃত যোগেন্দ্র লাল চৌধুরীর ছেলে পূর্ণেন্দু বিকাশ চৌধুরীর কাছ থেকে ১ একর ২৯ শতক নাল জমি উদ্ধার করে সরকারের দখলে নেন তিনি।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমা বলেন, “সরকারের স্বার্থ সংরক্ষণে নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছে উপজেলা প্রশাসন। ইজারা গ্রহীতাকে ইজারা ফি পরিশোধের জন্য বার বার নোটিশ দেওয়ার পরেও ইজারা ফি পরিশোধ না করায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে।”