বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মরহুম আহমদ খলিল প্রকাশ কালু মেম্বারের স্মরণে গণ-ইফতার মাহফিল ও আলোচনা সভা সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (২৮ মার্চ) মরহুম আহমদ খলিল মেম্বার এর নতুন বাড়ী সংলগ্ন মাঠে গণ-ইফতার ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন মরহুমের পুত্র দুই নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ ছিদ্দিক আকবর বাহাদুর।
ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন শীলকূপ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোজাম্মেল হক সিকদার। বাঁশখালী উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক এস.এম সাখাওয়াত কবির আসিফ এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন শীলকূপ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল আকতার তালুকদার, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য মিজান সিকদার, সাংবাদিক শিব্বির আহমদ রানা।
উপস্থিত ছিলেন শীলকূপ ইউপির সদস্য মো. রাশেদ নুরী, নাজিম উদ্দিন, আনোয়ারা বেগম স্কুল এন্ড কলেজ এর সহকারী শিক্ষক ওবাইদুল হক, ইউনিয়ন যুবলীগ নেতা মো. জাহাঙ্গীর, মো. জামাল, আ’লীগ নেতা আমির রহমান, রবিউল হোসাইন প্রমূখ।