বোয়ালখালীতে ১০ব্যবসায়ীকে সাড়ে ১৬ হাজার টাকা জরিমানা
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় বাজারে মূল্য তালিকা না থাকা ও ভোজ্য তেলসহ নিত্য পণ্যের দাম নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করায় দায়ে ১০ ব্যবসায়ীকে ১০টি মামলায় ১৬ হাজার ৫শ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
(৫ জুলাই) মঙ্গলবার দুপুরে বোয়ালখালী উপজেলার ফুলতল ও শাকপুরা এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও করাতকল বিধিমালার উপর ১০ জনকে অর্থদন্ড প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা আকতার।
এর মধ্যে, বোয়ালখালী গোমদণ্ডী ফুলতল এলাকার ব্যবসায়ী আবুল হাসেম ২হাজারটাকা, মো. শফিকে ৩হাজারটাকা, আব্দুল শুক্কুরকে ২হাজার টাকা, সিরাজুল হককে ২হাজার টাকা, শাকপুরা বাজারের ব্যাবসায়ী জাকির হোসেনকে ২হাজার টাকা, জামাল উদ্দিনকে ২হাজার টাকা, মো জাহাঙ্গীর আলমকে ২হাজার টাকা, শওকত আলমকে ৫শ টাকা, বিষু বৈদ্যকে ৫শ টাকা ও অপর একজনকে ৫শ টাকা জরিমানা করা হয়েছে।
বোয়ালখালী সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা আকতার বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ ২০০৯ আইনের ৩৮/৪৫ ধারায় গোমদণ্ডী ফুলতল এলাকার ব্যবসায়ী ও শাকপুরা বাজারের ব্যাবসায়ীদের জরিমানা করা হয়েছে। সকলকে অযাচিত দাম না বাড়াতে ও বাজার অস্থিতিশীল না করার জন্য সতর্ক করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।