সংরক্ষিত আসনে এমপি প্রার্থী সাজেদা সুরাত

চট্টগ্রামের সাতকানিয়া-লোহাগাড়া আসন থেকে সংরক্ষিত নারী সংসদ সদস্য হতে চান বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক নারী নেত্রী সাজেদা সুরাত। তিনি চুনতীর আধ্যাত্মিক ব্যক্তিত্ব ও ঐতিহাসিক ১৯ দিনব্যাপী আন্তর্জাতিক সীরতুন্নবী (স:) মাহফিলের প্রবর্তক হাফেজ আহমদ প্রকাশ শাহ সাহেব কেবৃলার পৌত্রী এবং একজন নারী উদ্যোক্তা।

ঢাকা ওমেন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সহ-সভাপতির দায়িত্ব পালনকালে চট্টগ্রামসহ সমগ্র বাংলাদেশের নারীদের শিক্ষা ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে তিনি নিরলস কাজ করে গেছেন। পরবর্তীতে প্রধানমন্ত্রী দেশনেত্রী শেখ হাসিনার নির্দেশে বৃহত্তর চট্টগ্রামসহ সমগ্র বাংলাদেশের নারীদের শিক্ষা ও জীবনমান উন্নয়নের লক্ষ্যেও নিজেকে নিয়োজিত রাখেন।

সাজেদা সুরাত বলেন, সদ্য সমাপ্ত জাতীয় নির্বাচনে চট্টগ্রামের লোহাগাড়ার চুনতি, কলাউজান ও সাতকানিয়ার চরতী এলাকাসহ পুরো সাতকানিয়া-লোহাগাড়া নির্বাচনী এলাকা চষে বেড়িয়েছেন। এসময় তিনি নারী উন্নয়নে শেখ হাসিনা সরকারের নানা সফলতার কথাও তুলে ধরেন। নারীদের সুখ-দুঃখের কথা শুনে তিনি তাদের আত্মজন হয়ে ওঠেছেন।

সংরক্ষিত আসনে আওয়ামী লীগের মনোনয়ন চাওয়ার বিষয়ে সাজেদা সুরাত বলেন, ছাত্রজীবন থেকে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম। আমার পুরো পরিবার মুক্তিযুদ্ধের স্বপক্ষের রাজনীতির সঙ্গে যুক্ত। বাবা শাহজাদা জামাল আহমেদ ছিলেন বীর মুক্তিযোদ্ধা। বঙ্গবন্ধুকে নিয়ে কখনো কারও সঙ্গে আপোষ করেননি। আমি সংরক্ষিত আসনে দলের মনোনয়ন চাইবো। নেত্রী যদি সুযোগ দেন, দেশ-জাতির জন্য কাজ করতে চাই। নারী উদ্যোক্তা হিসেবে দেশের নারী সমাজকে এগিয়ে নিতে কাজ করে যাচ্ছি। চট্টগ্রামে মহিলা আওয়ামী লীগকে সংগঠিত করা এবং মহিলাদের দলের প্রতি উদ্বুদ্ধ করাসহ বিভিন্ন কাজ করে যাচ্ছি প্রতিনিয়ত। নেত্রী যদি এমপি হিসেবে মনোনীত করেন ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে কাজ করতে পারব।