মিরসরাইয়ে নৌকার প্রার্থী রুহেলের নির্বাচনী পথসভা

‘আমি যে মিরসরাইয়ের স্বপ্ন দেখাচ্ছি সেটা আপনাদের ছোট্ট শিশুরা আজকে আছে তাদের জন্য সুন্দর একটা মিরসরাই। আমি ৫ বছর চিন্তা করিনা, আমি চিন্তা করি ৫০ বছর, ১০০ বছর। আমি থাকবো না, আপনারা না থাকবেন কিন্তু আমাদের মিরসরাইয়ের প্রজন্ম থেকে প্রজন্ম তাদের জন্য সুন্দর একটা জায়গা করে যেতে চাই। আমি তরুণ প্রজন্মের উপর বিশ্বাস রাখি, তাদেরকে নিয়ে আমি কাজ করতে চাই। সেজন্য মাদকবিরোধী আন্দোলন করে যাচ্ছি। কিছুটা হলেও মাদকের প্রভাব কমাতে পেরেছি। তবে মাদক শূণ্য করতে পারিনি। আমি আপনাদের ম্যানডেড চাই, আমি যদি সংসদ সদস্য নির্বাচিত হই মিরসরাইকে মাদক শূণ্য করে ছাড়বো।’ চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাহবুব রহমান রুহেল উঠান বৈঠকে এসব কথা বলেন।

সোমবার (১ জানুয়ারি) সকাল থেকে উপজেলার ৯ নং মিরসরাই সদর ইউনিয়নের বিভিন্ন গ্রামে গ্রামে উঠান বৈঠক ও গণসংযোগ করেন। এসময় উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন, মিরসরাই সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব এমরান উদ্দিন, চেয়ারম্যান শামসুল আলম দিদার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম সাইফুল্লাহ দিদার, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সদস্য জুয়েল চৌধুরী, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জয় রায়, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাবেক উপ ধর্ম বিষয়ক সম্পাদক মেজবা উদ্দিন বাবু, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক এম ফাহিমুল হুদা, উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সালা উদ্দিন রুবেল, ছাত্রলীগ নেতা ফারুক আব্দুল্লøাহ আল কায়ছার, মোবারক হোসেন তারেকসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।

আরও পড়ুন