হাটহাজারীতে জন্মাষ্টমী উদযাপন পরিষদের বস্ত্র বিতরণ

হাটহাজারী জন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্যোগে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মহা অষ্টমীতে হাটহাজারীর দুর্গম পাহাড়ী অঞ্চল মনাইপাড়া ত্রিপুরা পল্লীতে শারদ শীতবস্ত্র বিতরণ, অসচ্ছল বয়োবৃদ্ধদের আর্থিক অনুদান ও মন্দিরের সংস্কার কাজের উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন পরিষদের প্রধান সমন্বয়কারী শিক্ষক নেতা শিমুল কান্তি মহাজন, প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হলের প্রভোস্ট ড. শিপক নাথ, প্রধান বক্তা ছিলেন পরিষদের প্রধান উপদেষ্টা উদয় সেন।

পরিষদের সভাপতি ডা. অসীম দাশগুপ্তের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নীকু শীলের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন পরিষদের সমন্বয়কারী কল্যাণ পাল, প্রধান পৃষ্ঠপোষক আশীষ দে। ফুলচান ত্রিপুরার স্বাগত বক্তব্যের পর অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পরিষদের সহসভাপতি তপন পাল, দীপন দাশ, রতন নাথ, লিটন দে, ডা. জগদীশ চক্রবর্তী, যুগ্ম সম্পাদক মুন্সী বিশ্বজিৎ দে, রুদ্র আচার্য্য, বিধান বনিক, জনি বিশ্বাস, সহ সাংগঠনিক সম্পাদক বিশ্বজিৎ নাথ, নির্বাহী সদস্য শংকর দাশ, ফরহাদাবাদ ইউনিয়ন পরিষদের সভাপতি গোপাল নাথ, সাধারণ সম্পাদক গোকুল মল্লিক, সহসভাপতি পরিমল নাথ, নির্মল ত্রিপুরা, শচীন ত্রিপুরা প্রমুখ।

আরও পড়ুন