চট্টগ্রামের পটিয়া উপজেলায় সেনিটারি ও টাইলস ব্যবসার সাথে সংশ্লিষ্টদের নিয়ে ব্যবসায়ী কল্যাণ সমিতি লিমিটেডের কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (২ জুলাই) রাতে পটিয়ার একটি রেস্টুরেন্টে সমিতির সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে ১৫ সদস্যবিশিষ্ট এ কমিটি গঠন হয়।
এতে আবু নোমান নাসিমকে সভাপতি, মোহাম্মদ নুরুল আলমকে সিনিয়র সহ-সভাপতি ও মোহাম্মদ আনোয়ারকে সহ-সভাপতি করা হয়েছে। সাধারণ সম্পাদক করা হয়েছে মোহাম্মদ নোমান টিপুকে।
অন্য কর্মকর্তা হলেন— মোহাম্মদ শাহ নেওয়াজ যুগ্ম সাধারণ সম্পাদক, শাহাদাত হোসেন রুবেল সাংগঠনিক সম্পাদক, সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ দিদারুল আলম, মোহাম্মদ ইদ্রিস অর্থ সম্পাদক, মোহাম্মদ জামাল উদ্দিন সহ-অর্থ সম্পাদক এবং মোহাম্মদ আলী আকবর, মোহাম্মদ রাসেল, মোহাম্মদ জসিম উদ্দিন, মোহাম্মদ জাফর ভান্ডারী ও মোহাম্মদ রফিক সদস্য।