হাটহাজারী উপজেলার ৯ নং গড়দুয়ারা ইউনিয়নে হাটহাজারী মডেল থানার আয়োজনে বিট পুলিশিং কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৯ টায় ইউনিয়ন পরিষদ হল রুমে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে গড়দুয়ারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সারোয়ার মোরশেদ তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন হাটহাজারী মডেল থানার পুলিশ উপ পরিদর্শক মোঃ সোহেল।
এতে আরও উপস্থিত ছিলেন গড়দুয়ারা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মহসিন তালুকদার, সাধারণ সম্পাদক এনাম চৌধুরী এবং ইউপি সদস্য গ্রাম পুলিশবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।