মিরসরাইয়ে প্যান্টের পকেটে করে পাচারের সময় ৫ শত ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। সোমবার (২ অক্টোবর) রাত ৯ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই পৌরসদরে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক মাদক কারবারি হলেন আব্দুল মালেক রুবেল (২৫)। তিনি কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের কৈলসাঘোনা রোড়ের মোহাম্মদ উল্ল্যাহর ছেলে।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে সন্দেহভাজন একজনকে আটক করা হয়। পরে তার প্যান্টের পকেট থেকে ৫০০ ইয়াবা
ট্যাবলেট জব্দ করা হয়।
তিনি আরও বলেন, ইয়াবা কক্সবাজার থেকে ঢাকায় নেওয়া হচ্ছিল। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।