চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার চাইল্ড’স হেভেন ইন্টারন্যাশনাল স্কুলের দেড় যুগে পর্দাপন উপলক্ষে বার্ষিক পুরষ্কার বিতরণী, এস,এস,সি কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০টায় বোয়ালখালীর হুমায়রা কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
চাইল্ড’স হেভেন ইন্টারন্যাশনাল স্কুলের সভাপতি আরিফুল ইসলাম বেলালের সভাপতিত্বে ও বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক এস এম শাহেদ হোসাইন ছোটনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালখালী পৌরসভার ৫নং ওয়ার্ডের কাউন্সিলর ইসমাঈল হোসেন চৌধুরী আবু।
উক্ত অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন আনোয়ার হোসেন চৌধুরী, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আয়কর কর্মকর্তা রাশেদুল আলম ইফতি।
এসময় আরও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বোয়ালখালী কিন্ডারগার্ডেন এ্যাসোসিয়েশন সভাপতি সেকান্দর আলম বাবর, বোয়ালখালী কিন্ডারগার্ডেন এ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম চৌধুরী,গোমদন্ডী আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ নজির মাষ্টার, সাংবাদিক সবুজ অরণ্য, সমাজ সেবক মুহাম্মদ ওসমান গণি, সমাজ সেবক মুহাম্মদ শাহ আলম, আসাদীয়া নূরীয়া সেহাবীয়া জামে মসজিদের খতিব মৌলানা মুহাম্মদ ইলিয়াছ নক্মবন্দি, জসিম উদ্দিন হায়দার চৌধুরী, আবুল হোসেন, প্রধান শিক্ষক এম রবিউল করিম, সিনিয়র শিক্ষিকা শাহিন আকতার, সিনিয়র শিক্ষিকা শিউলি দে, সিনিয়র শিক্ষিকা রুমা আকতার, সিনিয়র শিক্ষিকা জান্নাতুল মাওয়া, শিক্ষক জিসান প্রমুখ।
পরে চাইল্ড’স হেভেন ইন্টারন্যাশনাল স্কুলের ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী, এস,এস,সি কৃতি শিক্ষার্থী, ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী অভিভাবক, মানবতার কাজে বিশেষ অবদান রাখায় বিডি ক্লিন বোয়ালখালী শাখা ও সেনানী ব্লাড ডোনার্স এ্যাসোসিয়েশনের মাঝে পুরষ্কার বিতরণ করেন অনুষ্ঠানে আগত অতিথিরা।