রাউজানে চোলাই মদসহ গ্রেপ্তার ১
চট্টগ্রামের রাউজানে ১০২০ লিটার পাহাড়ী ছোলাই মদভর্তি ১টি ট্রাক ফেলে পালিয়ে গেছে পাচারকারীরা। মদসহ ট্রাকটি জব্দ করেছে রাউজান থানা পুলিশ। অন্যদিকে ৮০লিটার পাহাড়ী ছোলাই মদসহ মো. আনোয়ার হোসেন (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বিকালে রাউজান থানা থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
জানা যায়, গত বুধবার রাত ৯টার দিকে রাউজান থানার উপ-পরিদর্শক মো. শাহাদাত হোসেন সঙ্গীয় অফিসার-ফোর্স নিয়ে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে রাউজান পৌরসভার ৮নং ওয়ার্ডের চট্টগ্রাম-রাঙামাটি সড়কের দক্ষিণপাশে জানে আলম পেট্রোল পাম্প সংলগ্ন হাফেজ বজলুর রহমান সড়ক থেকে ৮০ লিটার চোলাইমদ, মাদকদ্রব্য পরিবহনে নিরয়াজিত ১টি সিএনজি চালিত অটোরিকশাসহ (চট্টগ্রাম-থ-১৫-০১০২) মাদক ব্যবসায়ী মো. আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করেন। তিনি পার্বত্য রাঙামাটি জেলার কাউখালী উপজেলার মো. ফজল হকের ছেলে।
অন্যদিকে বুধবার রাত ৩টায় উপ-পরিদর্শক মো. খোরশেদ আলম সঙ্গীয় অফিসার-ফোর্স নিয়ে বিনাজুরী ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সড়কের উপর অবস্থানকালে ০১টি কার্গো খোলা ট্রাক (চট্টমেট্রো-ড-১১-১৬১১) নোয়াপাড়া টু রাউজান সড়ক দিয়ে বড় মাদকের চালান যাওয়ার সময় সংকেত দিলে ট্রাকের গতি বাড়িয়ে চালিয়ে যান চালক। ধাওয়া করে রাউজান পৌরসভার ৪নং ওয়ার্ডের শরতের দোকান নামক স্থানে পৌঁছালে ট্রাকটি থামিয়ে চালকসহ অজ্ঞাতনামা ২/৩ জন আসামী লাফ দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। পরে ১০২০ লিটার মদসহ ট্রাকটি জব্দ করে পুলিশ।
রাউজান থানার উপ-পরিদর্শক (সেকেন্ড অফিসার) অজয় দেব শীল বলেন, পৃথক অভিযানে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারসহ ১১০০ লিটার মদ, ১টি ট্রাক, ১টি অটোরিকশা জব্দ করা হয়। পৃথক দুটি ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।