বোয়ালখালীতে পুলিশের বৃক্ষরোপণ কর্মসূচি
গাছ লাগিয়ে যত্ন করি “সুস্থ প্রজন্মের দেশ গড়ি” স্লোগানে উদ্বুদ্ধ হয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় ও
চট্টগ্রাম পুলিশ এস.এম শফিউল্লাহ বিপিএম (সেবা) এর সার্বিক দিক নির্দেশনায় চট্টগ্রামের বোয়ালখালী থানা পুলিশের পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৩ অনুষ্ঠিত হয়।
শনিবার( ১৯ আগষ্ট) দুপুরে বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আছহাব উদ্দিননের নেতৃত্বে বোয়ালখালী থানা কম্পাউন্ডের খালি জায়গা ও পুকুর পাড়ে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বোয়ালখালী থানার বিভিন্ন পদবির অফিসার সহ পুলিশের অন্যান্য সদস্যবৃন্দ।
বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আছহাব উদ্দিন বলেন , বর্তমান সময়ে প্রাকৃতিক ভারসাম্য বজায় রেখে বৃক্ষরোপণ অত্যন্ত জরুরী। এজন্য বোয়ালখালী থানার সমস্ত পুলিশ কর্মীদের সহযোগিতায় সুস্থ সমাজ ও পরিবেশ গঠনের উদ্যোগ নিয়ে বৃক্ষরোপণ ও স্বচ্ছতা অভিযানে সামিল হয়েছি।