চন্দনাইশ উপজেলা চেয়ারম্যানের ত্রাণ বিতরণ
অবিরাম মুষলধারে বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারনে সৃষ্ট স্মরণকালের ভয়াবহ বন্যায় চন্দনাইশ উপজেলার দুর্গম ধোপাছড়ি ইউনিয়নে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মুষলধারে টানা তিনদিন বৃষ্টির কারনে পাহাড় ধসে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। এছাড়া বন্যার পানির তীব্র স্রোতে সড়ক ভেঙ্গে গিয়ে সড়ক পথে যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়ায় এই ইউনিয়নে ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা কঠিন হয়ে পড়েছে। এমতাবস্থায় শনিবার (১২ আগস্ট) দুপুরে নৌকাযোগে ধোপাছড়ি ইউনিয়নে গিয়ে ৯টি ওয়ার্ডের বিভিন্ন এলাকার প্রায় ৪শতাধিক পরিবারে ত্রাণ বিতরণ করেছেন চন্দনাইশ উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ আবদুল জব্বার চৌধুরী। এছাড়া বন্যায় ধসে পড়া ১০টি বসতঘরের গৃহকর্তাদের নগদ অর্থ প্রদান করেন তিনি।
ত্রাণ বিতরণকালে তাঁর সাথে ছিলেন উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান মৌলানা সোলাইমান ফারুকী, মহিলা ভাইস-চেয়ারম্যান এডভোকেট কামেলা খানম রূপা, গাছবাড়িয়া সরকারি কলেজের সাবেক ভিপি শেখ টিপু চৌধুরী, উপজেলা আওয়ামী লীগ প্রচার ও প্রকাশনা সম্পাদক হেলাল উদ্দীন চৌধুরী, আ.লীগ নেতা শওকত হোসেন ফিরোজ, যুবলীগ নেতা এইচ এম শহীদ আলী, মোজাম্মেল, নুরুল আমজাদ চৌধুরী, বোরহান উদ্দিন গিফারী প্রমূখ।
পরে বন্যায় ক্ষতিগ্রস্ত সড়কগুলো পরিদর্শন করে দ্রুততম সময়ে সড়কগুলো সংস্কার করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস প্রদান করেন তিনি।