পাচার হওয়ার সময় যাত্রীবাহী এস.আলম বাসে তল্লাশি চালিয়ে বিরল প্রজাতির একটি চশমা পড়া হনুমান উদ্ধার করেছে চন্দনাইশ থানা পুলিশ। এ সময় হনুমানটি পাচারের কাজে সম্পৃক্ত থাকার অভিযোগে বাসটির চালক মো. জসীম উদ্দীন (৪০) কে আটক করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৩ আগস্ট) সকাল ১১টার সময় চন্দনাইশ পৌরসভাস্থ গাছবাড়ীয়া পেট্রল পাম্পের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অভিযান চালিয়ে তাকে আটক করে থানা পুলিশ।
আটক মো. জসীম উদ্দীন কক্সবাজার জেলার চকরিয়া থানার চকরিয়া পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের পোঁচপাড়া এলাকার মৃত সামছুল আলমের ছেলে।
চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন জানান, বৃহস্পতিবার সকালে কক্সবাজার থেকে একটি যাত্রীবাহী বাস চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে আসে। সকাল ১১টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের গাছবাড়ীয়া পেট্রল পাম্পের সামনে পৌঁছালে বাসটিকে থামিয়ে তল্লাশি করে পুলিশ। এ সময় চালকের আসনের পেছনে বাসের ব্যাটারি বক্স এর ভিতর থেকে মহা বিপন্ন প্রজাতির চশমা পড়া হনুমানটি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে চালক জসীম উদ্দীন স্বীকার করেছে যে, সে টাকার বিনিময়ে ঢাকার এক ব্যক্তির কাছে মহা বিপন্ন প্রজাতির চশমা পড়া হনুমানটি পৌঁছে দেওয়ার চুক্তি করেছিলো। মোবাইল কোর্টের মাধ্যমে দুই মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।