লামায় মেয়র গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ
বান্দরবানের লামা পৌর মেয়র গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান বিকালে কলিঙ্গাবিল মাঠে অনুষ্ঠিত হয়। লামা উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল’র সভাপতিত্বে অনুষ্ঠানেন প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আলীকদম জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ সাব্বির হাসান।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, লামা পৌর মেয়র মোঃ জহিরুল ইসলাম, বান্দরবান জেলা পরিষদের সদস্য ফাতেমা পারুল, লামা উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি বিজয় আইস, যুগ্ন সাধারণ সম্পাদক সাচিং প্রু মার্মা, সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাস। সাংবাদিক বৃন্দ,লামা পৌরসভার কর্মকর্তা বৃন্দ, পৌর কমিশনারগণ। লামা পৌর সভার ৫ নং ওয়ার্ডের যুব সমাজ লামা পৌর মেয়র মো জহিরুল ইসলামের নামে এ গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের আয়োজন করেন। এই টুর্ণামেন্টে ২০ টি দল অংশ গ্রহন করেন। ফাইনাল খেলায় ট্রাইবেকারে আলীকদম একাদশকে ৪-৩ গোলে হারিয়ে লামা মেরাখোলা একাদশ চ্যাম্পিয়ন জয় লাভ করে।
প্রধান অতিথি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুবসমাজকে ক্রীড়ামূখী করার চেষ্টা করছেন। শরীর সুস্থ রাখার জন্য নিয়মিত খেলাধুলা করা প্রয়োজন। খেলাধুলার মাধ্যমে নিজেকে যোগ্য করে তুলতে হবে।
তিনি আরো বলেন, সকল ভাল কাজে আলীকদম জোন আপনাদের পাশ্বে থাকবেন।
মেয়র জহিরুল ইসলাম বলেন,লেখা পড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের মেধার উন্মেষ ঘটানো সম্ভব।
দেশে নারী ফুটবলের বিকাশ ঘটেছে। ছেলেদের পাশাপাশি খেলাধুলায় নারীরা বেশ এগিয়ে যাচ্ছে। খেলাধুলাই পারে মাদক ও কিশোর গ্যাং থেকে তরুণদের দূরে রাখতে।
অনুষ্ঠান শেষে অতিথিগণ বিজয়ী ও রানার আপ দলের মাঝে ট্রফি বিতরণ করেন।