কর্ণফুলী এলিট লায়ন্স ক্লাবের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর আওতাধীন লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলী এলিটের উদ্যোগে অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ জানুয়ারী) নগরীর মোহরাস্থ বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ প্রাঙ্গনে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফূলি এলিট এর ক্লাব প্রেসিডেন্ট লায়ন মোহাম্মদ জিল্লুর রহমান এমজেএফ এর সভাপতিত্বে শীতবস্ত্র ও মশারি বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গভর্ণর এডভাইজর লায়ন একেএম শওকত হাসান খান, লায়ন মো: কামরুজ্জামান লিটন এমজেএফ, কনসার্ণ জোন চেয়ারপারসন লায়ন মোহাম্মদ মুছা এমজেএফ, লায়ন মেজবাহ উদ্দিন, প্রবীণ হিতৈষি সংঘে’র সহ-সভাপতি বাবু মতিলাল দেওয়ানজী, সাধারণ সম্পাদক মোরশেদুল আলম কাদেরী, যুগ্ম-সম্পাদক শহীদ সরোয়ার খান, অর্থ সম্পাদক হারুনুর রশীদ খান প্রমুখ।
এ সময় লায়ন্স নেতৃবৃন্দ বলেন, শীতে যারা কষ্ট পাচ্ছে তাদের পাশে দাড়ানো সকলের দায়িত্ব। সমাজের সবাই এগিয়ে আসলে কেউ শীতে কষ্ট পাবে না বলে লায়ন্স নেতৃবৃন্দ দাবি করেন।