রোটারি ক্লাব অব চিটাগাং সাগরিকার শীতবস্ত্র বিতরণ
রোটারি ক্লাব অব সাগরিকার পক্ষ থেকে বহদ্দারহাট নিউ চাঁন্দগাও আবাসিকে অবস্থিত চিটাগাং ইসলামিক সেন্টার ইবতেদায়ী হিফজ মাদরাসা ও এতিমখানায় গরীব দুস্থ এতিম ছাত্র ছাত্রী ও শিক্ষকদের জন্য শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে এক অনুষ্ঠানে কম্বল সামগ্রী মাদরাসা ও সেন্টারের পরিচালক অধ্যাপক মাওলানা মনিরুল ইসলাম রফিকের হাতে তুলে দেন রোটারি ক্লাব অব চিটাগাং সাগরিকার প্রসিডেন্ট রোটারিয়ান মোহাম্মদ মোশাররফ হোসাইন, সাবেক প্রেসিডেন্ট মুহাম্মদ রেজাউল করিম চৌধুরী ও সংগঠনের প্রাক্তন প্রসিডেন্ট নূর মুহাম্মাদ চৌধুরী।
মাদরাসা পরিচালক তাদেরকে মাদরাসা সম্পর্কে ব্রিফ করেন এবং মাদরাসার ম্যাগাজিন উপহার দেন। মেহমানবৃন্দ মাদরাসার শৃঙ্খলাপূর্ণ পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন।
এর আগে সাংবাদিক ও লেখক মুহাম্মদ মামুনুর রশীদও মাদরাসার জন্য বিভিন্ন সাহায্য সামগ্রী হস্তান্তর করেন। বাদ মাগরিব তাদের জন্য বিশেষ দুআ ও মুনাজাতের ব্যবস্থা করা হয়।