রোটারি ক্লাব অব চিটাগাং সাগরিকার উদ্যোগে সুবিধা বঞ্চিত শিশুদের শীতবস্ত্র বিতরণ
রোটারি ক্লাব অব চিটাগাং সাগরিকার উদ্যোগে আগ্রাবাদ কর্ণফুলী শিশুপার্ক এলাকায় নগরফুলের সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
রবিবার (১৫ জানুয়ারী) ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান মোহাম্মদ মোশাররফ হোসাইনের নেতৃত্বে অনুষ্ঠিত কার্যক্রমে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান আজিজুল ইসলাম বাবুল, পিপি নুর মোহাম্মদ চৌধুরী।
নগর ফুলের প্রতিষ্ঠাতা বায়েজিদ সুমন রোটারি ক্লাব অব চিটাগাং সাগরিকা নেতৃবৃন্দকে সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণের জন্য আন্তরিক ধন্যবাদ জানান। এসময় নগরফুলের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।