বীর মুক্তিযোদ্ধা প্রাক্তন লায়ন্স জেলা গভর্ণর শামসুল হক চৌধুরীর ইন্তেকাল
বীর মুক্তিযোদ্ধা, প্রাক্তন লায়ন্স জেলা গভর্ণর, পটিয়ার কৈয়গ্রামের মরহুম এম হোসাইনের (প্রকাশ কেরানী) ছেলে, পটিয়া তথা দক্ষিণ চট্টগ্রামের প্রখ্যাত রাজনীতিবিদ শামসুল হক চৌধুরীর ইন্তেকাল চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম নগরীর মা ও শিশু হাসপাতালে বৃহস্পতিবার (১৯ জানুয়ারী) বিকাল ৩টার সময় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭৬ বছর।
শুক্রবার (২০ জানুয়ারী সকাল ১০টায় নগরীর ফিরিঙ্গী বাজারস্থ জাকির হোসেন হোমিওপ্যাথিক কলেজ মাঠে প্রথম জানাজা এবং একইদিন দুপুর ২টায় তাঁর গ্রামের বাড়ী পটিয়ার কৈয়াগ্রামের দারুস সালাম জামে মসজিদ মাঠে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হবে।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ মেয়ে, ২ ছেলেসহ অসংখ্য আত্মীয়স্বজন গুনাগ্রাহী রেখে গেছেন।
লায়ন শামসুল হক চৌধুরী আওয়ামী লীগের রাজনীতির সাথে সরাসরি সম্পৃক্ত ছিলেন। এছাড়া তিনি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের সাথে জড়িত ছিলেন।