কুমিল্লায় নয়ন খুনের প্রতিবাদে চবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল
কুমিল্লা বিভাগীয় সমাবেশ উপলক্ষে লিফলেট বিতরণের সময় বিনা উস্কানিতে পুলিশের গুলিতে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার সোনারামপুর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি মোঃনয়ন মিয়া হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।
রবিবার (২০ নভেম্বর) বিকালে চট্টগ্রাম নগরের কাজির দেউড়ি এলাকায় বিক্ষোভ মিছিল করেন তারা।
শাখা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মামুন উর রশিদ মামুনের নেতৃত্ব এ সময় উপস্থিত ছিলেন যুগ্ম-সাধারণ সম্পাদক নকিব হোসাইন চৌধুরী, মো:হিসাম উদ্দিন, মিছবাহ উদ্দীন, সাইফুল ইসলাম সায়েম, মোহাম্মদ হাসান, হারুন অর রশিদ, জহির খান, আসাদুল হাবিব, জীববিজ্ঞান অনুষদের সদস্য সচিব ওয়াহিদুর রহমান ওহিদ, সমাজ বিজ্ঞান অনুষদের সদস্য সচিব আবু শাহাদাত মো: আদিল, কলা অনুষদের আহবায়ক ছালামত উল্লাহ সালাম, আব্দুর রব হলের আহবায়ক মামুনুর
রশীদ, সদস্য আতিকুর রহমান, মো: ইউসুফ, মোঃ সোয়াইব, মোঃ কামরুল ইসলাম, আরিফুল ইসলাম, সোহেল আহমেদ, মোঃ তমাল হোসেন, রাশেদ উল্লাহ, মোঃ শাহজান, আরিফুর রহমান, আব্দুল কাদের, তৌহিদ, হৃদয়হোসেন ছাত্রদল নেতা মেহেদী হাসান, রাশেদুল ইসলাম, শাহাদাত হোসেন, ওমর ফারুকসহ বিভিন্ন হল ও ফ্যাকাল্টির নেতৃবৃন্দ।