বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কমার্স কলেজ শাখার উদ্যোগে বিবিএস পাস ২০২৩-২৪ শিক্ষাবর্ষের নবাগত শিক্ষার্থীদেরকে বরণ করা হয়েছে। নবাগত শিক্ষার্থীদের হাতে ফুল তুলে দিয়ে স্বাগত জানানোর মধ্য দিয়ে বরণ কার্যক্রমের আনুষ্ঠানিকতা শুরু হয়।
এসময় ছাত্রদল নেতৃবৃন্দ বলেন, সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতই আমাদের একমাত্র লক্ষ্য। সারাদেশের সকল ক্যাম্পাসে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের অপতৎপরতারোধে ছাত্রদল সজাগ আছে। শিক্ষার পরিবেশে যাতে বিঘ্নিত না হয় সেটা নিশ্চিতে শিক্ষক শিক্ষার্থী ছাত্রদল একযোগে কাজ করবে।
সরকারি কমার্স কলেজ ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান রায়হানের নেতৃত্বে ও যুগ্ম আহবায়ক আকতার হোসাইন পলাশের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক মিজানুর রহমান, সদস্য আরাফাত, হাসান লাদেন, ওয়াজিদ ,রবিউল, অমি, জুবায়ের, নাইমুল, নিলয়, ফাহিমসহ নেতৃবৃন্দ।