শহীদ এডভোকেট সাইফুল ইসলাম আলিফ এর দাফন শেষে কবর জেয়ারত করে ফেরার পথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলমের গাড়ি বহরে ট্রাক চাপা দিয়ে তাদের হত্যা চেষ্টার গভীর উদ্বেগ প্রকাশ করে তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণ শাখার সভাপতি মোঃ শহীদুল ইসলাম ও সেক্রেটারি ইব্রাহিম হোসেন রনি।
বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, আমরা গণমাধ্যমের বরাতে জানতে পেরেছি শহীদ এডভোকেট সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত শেষে ফেরার পথে চট্রগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ইউনিয়নের হাজী রাস্তার মোড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম দুই সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমের গাড়ী বহরে ট্রাক চাপায় তাদের হত্যা চেষ্টা করা হয়েছে। ঘটনাস্থলেই তাদের গাড়ি দুমড়েমুচড়ে গেছে। আমরা এমন হীন চক্রান্তের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সাথে তাদের সমবেদনা জানাচ্ছি এবং মহান প্রভুর কাছে তাদের দীর্ঘ হায়াত কামনা করছি।
নেতৃবৃন্দ বলেন, আমরা গভীরভাবে লক্ষ্য করছি ৫ই আগষ্ট গণ-অভ্যুত্থানের ফলে স্বৈরাচারী হাসিনা ও তার সঙ্গী সাথীরা দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছে। সেখানে বসে তাদের এদেশীয় দোসরদের দ্বারা একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় গত ২৬ তারিখ চট্টগ্রাম আদালতে নির্মম হত্যাকাণ্ড এবং গত রাতে বাংলাদেশের তরুণ নেতৃত্ব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম দুই নেতাকে হত্যা চেষ্টা করা হয়েছে। এমন ঘটনায় আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি। সেই সাথে সরকারের কাছে দৃঢ় আহবান জানাচ্ছি উক্ত ঘটনা সহ সকল ষড়যন্ত্রের শিকড় খুঁজে বের করুন। দেশে শান্তি ফিরিয়ে আনতে তাদের আইনের আওতায় এনে দ্রুত বিচার কার্য শেষ করুন। অন্যথায় দেশে শান্তি ফিরে আসবে না।
এসময় নেতৃবৃন্দ হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমের জন্য দোয়া করেন এবং মহানগর শিবিরের পক্ষ থেকে সমবেদনা জানান।