চট্টগ্রাম দেওয়ানহাট সিটি কর্পোরেশন কলেজের উদ্যেগে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে স্মরণসভা ও জুলাই গণঅভ্যুত্থানের ঘটনাপ্রবাহ নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান বৃহস্পতিবার কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
কলেজ অধ্যক্ষ কামরুন নাহার বেগমের সভাপতিত্বে পবিত্র কোরআন থেকে তেলওয়াতের মাধ্যমে শুরু হয়ে শহীদ ও আহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। শহীদ ও আহতদেও স্মরণে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হিসাব বিজ্ঞান বিষয়ের প্রভাষক আবুল খায়ের । স্মরণ সভায় স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির আহবায়ক জীব বিজ্ঞানের প্রভাষক তাহামিনা আকতার। শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন দ্বাদশ শ্রেণির দুলাল চাকমা।
দর্শনের প্রভাষক আজাদ হোসেনের সঞ্চালনায় স্বরণসভায় শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন ইংরেজী বিষয়ের সহকারী অধ্যাপক আবু ইউসুফ মোহাম্মদ মাসুদ খান, রাষ্ট্র বিজ্ঞানের প্রভাষক সৈয়দ মো. আবুল কালাম এবং ইংরেজী বিষয়ের প্রভাষক আনোয়ার হোসেন। স্মরণসভায় জুলাই গণ-অভ্যুত্থানের ঘটনা প্রবাহ নিয়ে তথ্যচিত্র প্রদর্শন করা হয় ।
স্মরণসভায় সভাপতির বক্তব্যে অধ্যক্ষ কামরুন নাহার বেগম শিক্ষার্থীদের জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় জীবন গঠন করে আগামীর সুন্দর বাংলাদেশ বিনির্মাণে নিজেকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেন। বক্তারা জুলাই গণঅভ্যুত্থানে আহতদের দ্রæত সুস্থতা কামনা করেন এবং বীর শহীদদের মাগফিরাত কামনা করেন।