কমার্স কলেজ ছাত্রদলের আনন্দ মিছিল

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সকল’কে ২১শে আগস্ট গ্রেনেড হামলার মিথ্যা মামলা থেকে মুক্তি দেয়ায় ছাত্রসমাজের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সরকারি কমার্স কলেজ ছাত্রদল।

এই সময় আনন্দ মিছিলপূর্ব এক সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখতে গিয়ে সরকারি কমার্স কলেজ ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান রায়হান বলেন, এই রায়ের মাধ্যমে সত্য উন্মোচিত হয়েছে। এটি যে রাজনৈতিকভাবে তারেক রহমান এবং বিএনপিকে দেশ ও জাতির কাছে ভিন্নভাবে উপস্থাপনের অংশ ছিলো তা আজ স্পষ্ট প্রমাণিত। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনে করি এই রায়ের মাধ্যমে বিএনপি এবং ারেক রহমানের জনপ্রিয়তা আরও বহুগুণে বেড়েছে।

কমার্স কলেজ ছাত্রদলের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম আহবায়ক মামুন চৌধুরী, সদস্যঃ আরাফাত হোসেন, হাসান লাদেন, কাজী জুবায়ের, ইমতিয়াজ অমি, ওয়াজিদ, রাব্বিসহ নেতৃবৃন্দ।

আরও পড়ুন