মানবাধিকার দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ কর্তৃক ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে মানবন্ধন করেছে চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ ছাত্রদল।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) চট্টগ্রাম নগরীর আগ্রাবাদস্থ কমার্স কলেজ ক্যাম্পাসের সামনের সড়কে কলেজ ছাত্রদল আহবায়ক মেহেদি হাসান রায়হান এর সভাপতিত্বে সদস্য সচিব ফয়সাল উদ্দিন এর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত মানববন্ধন কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সদস্য ইমরান হোসেন বাপ্পি। এতে আরও উপস্থিত ছিলেন কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মামুন চৌধুরী, যুগ্ম আহবায়ক মিজানুর রহমান, আকতার হোসাইন পলাশ, সদস্য মোঃ আরফাত, লাদেন, ইমতিয়াজ অমি, জুবায়ের, নাইমুল, রাফি, ইরফান’সহ কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ।
এতে বক্তারা বলেন, বিগত ১৬ বছরে স্বৈরাচারী খুনি হাসিনা বাংলাদেশে মানবাধিকার পায়ে মাড়া দিয়ে ধ্বংস করেছে। বাংলাদেশে হাজার হাজার মানুষকে গুম করে শতশত আয়না ঘর সৃষ্টি করেছে। ইলিয়াস আলীসহ শতশত মানুষ এখনো নিখোঁজ। বর্তমান সরকারের উচিত দ্রæত খুনি হাসিনাসহ মানবাধিকার লঙ্ঘনকারীদের বিচারের আওতায় নিয়ে এসে তাদের শাস্তি কার্যকর করা। মানববন্ধনে কমার্স কলেজ ছাত্রদলের শিক্ষার্থীরা অংশ নিয়ে সংহতি প্রকাশ করেন।