বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বুধবার (৫ জুন) সকাল ১০টায় কালুরঘাট মোহরাস্থ লায়ন্স ক্লাব অব চিটাগাং ব্লুমিং স্টার ও অর্কিড ইংলিশ স্কুল এর যৌথ উদ্যেগে বৃক্ষ রোপন, মৌসুমি ফল উৎসব, পরিবেশ সচেতনতায় পোস্টার কনটেস্ট,কুইজ প্রতিযোগিতা এবং প্লাস্টিকের পন্যের ব্যবহার কমাতে সচেতনতা মূলক সেমিনার অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স জেলা ৩১৫-বি৪, বাংলাদেশের রিজিওন চেয়ারম্যান কনসার্ন লায়ন এডভোকেট ইকবাল হোসেন এমজেএফ, প্রধান আলোচক অর্কিড ইংলিশ স্কুলের প্রিন্সিপাল বার্নেড বেরোরী।
লায়ন্স ক্লাব অব চিটাগাং ব্লুমিং স্টারের প্রেসিডেন্ট লায়ন মোঃ জিয়াউল হক সোহেলের সভাপতিত্বে এবং ক্লাব সেক্রেটারি লায়ন মোঃ রুবেল রানার পরিচালনায় আরো উপস্থিত ছিলেন ক্লাব ভাইস প্রেসিডেন্ট লায়ন এডভোকেট হাসান আলী রুমান, ক্লাব এডমিনিস্ট্রেটর লায়ন শেখ আব্দুল কাদের অভি, প্রোগ্রাম চেয়ারম্যান ও মেম্বারশিপ চেয়ারপার্সন লায়ন মোঃ রেজয়ান আদর, বাংলাদেশ ইয়ুথ বিগ্রেড এর ডিরেক্টর আরাফাত এলাহী প্রমূখ।
প্রধান অতিথি লায়নদের সেবার হাত প্রসারিত করার পাশাপাশি বৃক্ষ রোপন ও জনসাধারণকে প্লাস্টিকের পন্য বর্জন করার আহবান জানান। স্কুলের প্রিন্সিপাল বার্নেড বেরোরী শিক্ষার্থীদের নিজ হাতে অংকিত পোস্টার কনটেস্ট ও কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ ও বিজয়ীদের পুরস্কৃত করেন। ক্লাবের প্রেসিডেন্ট লায়ন মোঃ জিয়াউল হক সোহেল পরিবেশ সচেতনতায় একটি ভিডিওচিত্র প্রদর্শন এবং সেমিনার পরিচালনা করেন। প্রোগ্রাম চেয়ারম্যান হিসেবে ক্লাবের ভাইস প্রেসিডেন্ট লায়ন এডভোকেট হাসান আলী রুমান দায়িত্ব পালন করেন। স্কুলের শিক্ষক মোহাম্মদ রেজাউল করিমের সঞ্চালনা করেন।
শিক্ষক শিক্ষিকাদের মধ্যে উপস্থিত ছিলেন মুহাম্মদ জাহেদুল ইসলাম, সামিল হোসেন, সাহেদুল ইসলাম, রেজাউল করিম, তাহমিনা ইয়াসমিন, রোমানা আক্তার, মৈত্রী প্রমূখ। স্কুল প্রাঙ্গণে নিম গাছ রোপন কর্মসূচির মাধ্যমে শেষ হয়।